তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগের খানাকুলে ডোঙ্গল মোড় এলাকায়। তৃণমূল কর্মী প্রণব মাইতির অভিযোগ, বাজারে যাওয়ার পথে বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক তাঁকে লাঠি, ইট দিয়ে মারধর করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রণব মাইতিকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। এর জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনায় কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন আরামবাগে বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ।
আরও পড়ুন-বাংলার থুতু দামি, ইংরেজিতে ছাড় 50%






























































































































