সারদাকাণ্ডের পরে এবার রোজভ্যালি কাণ্ডের নিয়েও জিজ্ঞাসাবাদ করতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে তলব করল সিবিআই। সূত্রের খবর, রবিবার, 34 নম্বর পার্কস্ট্রিটে এডিজি-সিআইডি আবাসনে গিয়ে নোটিশ দিয়ে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এর আগে রাজীব কুমারকে তলব করে দুটি নোটিশ দিয়েছে সিবিআই। তবে সেগুলি সবই সারদা মামলা সংক্রান্ত। কিন্তু তারপরেও খুঁজে পাওয়া যায়নি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে। আদালত থেকে ছাড়পত্র পেয়ে রাজীব কুমারের খোঁজে হন্যে হয়ে ঘুরছে সিবিআইয়ের দল। একই দিনে কলকাতা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছোট ছোট দলে ভাগ হয়ে অভিযান চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা। কিন্তু খোঁজ নেই রাজীবের। এই পরিস্থিতিতে তাঁকে তদন্তে আরও জড়াতে রোজভ্যালি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে তলব করল সিবিআই। সূত্রের খবর, সেই নোটিশ দিয়ে আসা হয়েছে রাজীব কুমারের বাড়িতে।
আরও পড়ুন-রাজীবের গতিবিধি আন্দাজ করতে গাড়ির “লগ বুক”-কে হাতিয়ার করছে সিবিআই
































































































































