বিধায়ক সুখবিলাস বর্মার নতুন গানের অ্যালবাম

0
2

তিনি ছিলেন রাজ্যের অন্যতম শীর্ষ আমলা, তিনি দীর্ঘদিনের বিধায়ক এবং তিনি বিশিষ্ট ভাওয়াইয়া, চটকা ও ভাটিয়ালি গানের শিল্পী ও লোকসঙ্গীত গবেষক। তিনি সুখবিলাস বর্মা।

সুখবিলাস বর্মার নতুন গানের ডবল অ্যালবাম ‘বাউল ফকিরি তুক-খা’র আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে আগামী সোমবার, 23 সেপ্টেম্বর, দুপুর দু’টোয় প্রেস ক্লাবে। ভাবনা রেকর্ডসের এই অ্যালবামের আনুষ্ঠানিক প্রকাশ করবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়।