ধাওয়ানের গোপন ভিডিও ফাঁস করলেন রোহিত

0
2

একা থাকলে অনেকেরই নিজের সঙ্গে একা একা কথা বলার অভ্যেস আছে। কিন্তু এই অভ্যেস যদি ভারতীয় ক্রিকেট দলের ‘গব্বর’ শিখর ধাওয়ানের হয়, তাহলে কেমন হবে? অবাক হচ্ছেন তো? আসলে কিন্তু এমনটাই ঘটেছে। কোহলি ব্রিগেডের প্রথম সারির এই ক্রিকেটার নাকি অনেক সময়তেই নিজের সঙ্গে কথা বলেন। আর এমনই এক চমকপ্রদ ভিডিও ফাঁস করেছেন রোহিত শর্মা। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

বিমানে একদিন পাশাপাশি বসে সফর করছিলেন রোহিত-শিখর। আর সেখানেই উইন্ডো সিটে বসে ধাওয়ান নাকি নিজের সঙ্গে কথা বলছিলেন। আর সেই দৃশ্য নিজের মোবাইলে ক্যামেরাবন্দি করেন ‘হিটম্যান’।

আরও পড়ুন – বিরাটদের অনুশীলনে দ্রাবিড়

রোহিত ভিডিওটি পোস্ট করে লিখেছেন, ‘না না, ও কিন্তু আমার সঙ্গে কথা বলছে না। এই বয়সেও ওর একজন কল্পনার বন্ধু আছে। আর জাঠজি তাঁর সঙ্গেই কথা বলছেন।’ রোহিতের এই পোস্টের উত্তর দিয়েছেন শিখরও। তিনি লিখেছেন, ‘আমি একটা কবিতা আওড়াচ্ছিলাম। সেই সময় জনাব আমার ভিডিও তুলেছে। কেউ আমাকে কত ভালবেসে মনে করছে, এটা ভেবেই ভাল লাগছে। এতটা মন দিয়ে যদি পড়াশোনা করত, কাজে দিত।’

 

View this post on Instagram

 

No no he isn’t talking to me! And he’s too old to have an imaginary friend. Why so loco jattji ?‍♂️?‍♂️ @shikhardofficial

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on

আরও পড়ুন – মোহালিতে কোহলির ‘বিরাট’ ব্যাটিং ঝড়ে সহজ জয় ভারতের