আলিপুরের চতুর্থ জেলা বিচারকের এজলাসে ফেরার পুলিশকর্তা রাজীব কুমারের আগাম জামিনের আর্জির শুনানি শুরু হয়েছে। বিচারক প্রথমেই সারদা-তদন্তের তদন্তকারী অফিসার তথাগত বর্ধনের কাছে ‘কেস ডায়েরি’ তলব করেন। রাজীব কুমারের হয়ে সওয়াল করছেন গোপাল হালদার। আছেন শুভাশিস চক্রবর্তী ও দেবাশিস রায়। CBI-এর কৌঁসুলিরাও এজলাসে উপস্থিত আছেন।
আরও পড়ুন-Breaking # রাজীবের সন্ধানে উত্তরপ্রদেশে সিবিআই