ভিড় ট্রেনে যাত্রী ওঠা নিয়ে বচসা! এক যাত্রীর আঙুল চিবিয়ে খেলেন অন্য যাত্রী

0
4

দেশের অনেক স্টেশনের অনেক ট্রেনেই এমন ভিড়ের ঠাসাঠাসি নজরে পরে। এই ভিড়েই যাত্রীদের উঠতে ও নামতে হয়। তবে এমন অমানবিক ঘটনা হতে পারে? ভিড় ট্রেনে যাত্রী ওঠা নিয়ে বচসা। এক যাত্রীর আঙুল চিবিয়ে খেলেন অন্য এক যাত্রী।

নাম মহেশ পান্ডুরাং বয়স 34 বছর। উঠেছিলেন মুম্বইয়ের দাদর স্টেশন থেকে। উঠেই কয়েকজন বন্ধুর সঙ্গে কামরার দরজার সামনে দাঁড়িয়ে পড়েছিলেন। সেই কারণে উঠতে-নামতে অসুবিধা হচ্ছিল অন্য যাত্রীদের। ইতিমধ্যে 25 বছরের ইউসুখ শেখ ওই কামরায় ওঠেন কুরলা স্টেশন থেকে। কিছুক্ষণের মধ্যেই মহেশের সঙ্গে বচসায় জড়ান ইউসুফ। কথা কাটাকাটির মাঝে মহেশের জামার কলার ধরে টানতে শুরু করেন ইউসুফ। তাতে মহেশের জামার বেশ কয়েকটি বোতামও ছিঁড়ে যায়। ব্যস তাতেই চটে গিয়ে ইউসুফকে গলা ধাক্কা দিতে শুরু করেন মহেশ। এর পরই ইউসুফ তাঁর ডান হাতের তর্জনী কামড়ে দেন। কয়েক সেকেন্ডের মধ্যেই মহেশের আঙুলের কিছুটা অংশ ছিঁড়ে চলে যায় ইউসুফের মুখে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এরপর মহেশকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেল দেওয়ার চেষ্টাও করেন ইউসুফ। পরে অন্য যাত্রীরা জিআরপিত খবর দেন। থানে স্টেশনে ইউসুফকে গ্রেফতার করে জিআরপি। মহেশকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর আঙুলে অপারেশন হয়েছে।

আরও পড়ুন-আমরিতে উপাচার্যকে দেখে এলেন রাজ্যপাল, কী কথা হল?