ঠাসা কর্মসূচি নিয়ে মার্কিন সফরে মোদি

0
3

এক সপ্তাহের ঠাসা কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশমন্ত্রকের ঘোষিত সূচি অনুযায়ী, নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ভাষণ দেবেন মোদি। এখানেই ফের কাশ্মীর ইস্যুতে ভারত-পাক দুদেশের কূটনৈতিক দ্বৈরথ দেখা যেতে পারে। এছাড়া মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে থাকবেন মোদি। এরপরেও অন্য কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। সবমিলিয়ে 75 জন রাষ্ট্রপ্রধান ও বিদেশমন্ত্রীর সঙ্গে মোদির বৈঠকের কর্মসূচি রয়েছে।

এবারের মার্কিন সফরে হিউস্টনে এযাবৎকালের সবচেয়ে বড় অনাবাসী ভারতীয়দের সভায় থাকতে চলেছেন মোদি। 22 সেপ্টেম্বর হিউস্টনে প্রায় 50 হাজার ভারতীয় বংশদ্ভূত দর্শক-শ্রোতার মুখোমুখি হবেন তিনি। ‘হাউডি, মোদি ‘ অনুষ্ঠান নিয়ে এখন উত্তেজনায় ফুটছে হিউস্টন। অনুষ্ঠানমঞ্চে মোদির সঙ্গে থাকবেন ডোনাল্ড ট্রাম্পও।

আরও পড়ুন-প্রথম রাফাল পেল ভারত