প্রথম রাফাল পেল ভারত

0
2

লোকসভা নির্বাচনের ময়দানে ঝড় তুলে দেওয়া রাফাল যুদ্ধবিমান অবশেষে এল ভারতীয় বায়ুসেনার হাতে। দীর্ঘ অপেক্ষা ও বহু বিতর্কের পর চুক্তির কথামত সেপ্টেম্বরেই প্রথম রাফালটি পেল ভারত। বৃহস্পতিবার প্রথম রাফাল যুদ্ধবিমানটি ভারতকে হস্তান্তর করে ফরাসি সংস্থা দাসো। এই যুদ্ধবিমান নিতেই বর্তমানে ফ্রান্স সফরে গিয়েছেন ভারতের ডেপুটি চিফ এয়ার মার্শাল। তাঁর হাতেই প্রথম রাফালটি তুলে দেওয়া হয়।

আরও পড়ুন-ছেলেকে ক্ষমা করুন, কাতর আর্জি দেবাঞ্জনের মায়ের