রাজীব কুমারের আপ্ত সহায়ক, দেহরক্ষী ও ট্রাভেল এজেন্টকে CBI তলব

0
1

ফেরার রাজীব কুমারের গতিবিধি জানতে তাঁর আপ্ত সহায়ক শুভম বন্দ্যোপাধ্যায়কে CBI তলব করলো। একইসঙ্গে রাজীবের দুই দেহরক্ষী এবং ট্রাভেল এজেন্টকেও ডেকে পাঠানো হয়েছে। আজ শনিবার তাঁদের সল্টলেকের CGO কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন – Breaking # রাজীবের সন্ধানে উত্তরপ্রদেশে সিবিআই

সারদা- তদন্তে রাজীব কুমারের খোঁজে একাধিক স্থানে CBI অভিযান চালিয়ে যাচ্ছে। ওদিকে, গ্রেফতারি এড়াতে গোপন ডেরায় বসেই ADG-CID সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজীব ফের আগাম জামিনের আবেদন করেছেন। শুক্রবার সকালে আলিপুর আদালতে রাজীব কুমারের আগাম জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। আদালত আপিল গ্রহণ করেছে। মামলার শুনানি হবে আজ, শনিবার বেলা বারোটা নাগাদ। রাজীব কুমারের আইনজীবী CGO কমপ্লেক্সে গিয়ে CBI আধিকারিকদের জানিয়ে আসেন যে তাঁরা আগাম জামিনের আবেদন করছেন।

আর এই আইনি তৎপরতার মাঝেই রাজ্য পুলিশের ADG-CID’র আপ্ত সহায়ক, রক্ষী এবং ট্রাভেল এজেন্টকে ডেকে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন – রাজীবের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ