যাদবপুরের ঘটনার পরই দেবাঞ্জন চট্টোপাধ্যায় নামে এক পড়ুয়া কীভাবে কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়’কে নিগ্রহ করছে তার ছবি ভাইরাল হয়ে ওঠে।
এরপরই গেরুয়া শিবিরের বিভিন্ন সমর্থকও দেবাঞ্জনের ছবি ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়। এর জেরেই অসুস্থ হয়ে পড়েন দেবাঞ্জনের ক্যান্সার আক্রান্ত মা।
মিডিয়াতে ছড়িয়ে পড়েছে দেবাঞ্জনের মায়ের ছবি, করুন আর্তিও।
এরপরই আসরে বাবুল সুপ্রিয়। দেবাঞ্জনের কোনও ক্ষতি করা হবে না বলে জানালেন বাবুল সুপ্রিয়ই।শনিবার দেবাঞ্জনের মায়ের উদ্দেশ্যে ট্যুইট করে বাবুল সুপ্রিয় একথা জানান। তবে দেবাঞ্জন নিজের ভুল থেকে শিক্ষা নিক, তাও চান বাবুল।
এদিন ট্যুইট করে বাবুল জানিয়েছেন, “চিন্তা করবেন না মাসিমা ৷ কোনও ক্ষতি করব না আপনার ছেলের ৷ ওঁর ভুল থেকে শিক্ষা নিক এটাই চাই ৷ আমি কারও বিরুদ্ধে এফআইআর করিনি ৷ কাউকে এফআইআর করতেও দিইনি ৷ আপনি দুশ্চিন্তা করবেন না ৷ তাড়াতাড়ি সেরে উঠুন মাসিমা ৷ আমার প্রণাম নেবেন ৷ ’
চিন্তা করবেন না মাসিমা – আমি কোনো ক্ষতি করবো না আপনার ছেলের !! ওর ভুল থেকে ও শিক্ষ্য নিক এটাই চাই ! আমি নিজে কারো বিরুদ্ধে কোনো FIR তো করিইনি – কারোকে করতেও দিইনি – আপনি দুশ্চিন্তা করবেন না – তাড়াতাড়ি সেরে উঠুন মাসিমা ! আমার প্রণাম নেবেন ? pic.twitter.com/61CJFx0xQn
— Babul Supriyo (@SuPriyoBabul) September 21, 2019
আরও পড়ুন-ছেলেকে ক্ষমা করুন, কাতর আর্জি দেবাঞ্জনের মায়ের