বিবৃতি পাল্টা বিবৃতিতে সরগরম রাজ্য রাজনীতি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা সম্পর্কে রাজ্যপাল জগদীপ ধনকর যে প্রশ্ন তোলেন তার বিরুদ্ধে কড়া বিবৃতি দেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এরপরই শিক্ষামন্ত্রীর এই বিবৃতি ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে শনিবার ফের রাজভবন থেকে পালটা বিবৃতি দেওয়া হয় যা বেনজির।
রাজভবন সূত্রে দাবি, রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন আচার্য হিসেবে পড়ুয়াদের ‘অভিভাবকে’র দায়িত্ব পালন করতে। পাল্টা বিবৃতিতে তৃণমূল মহাসচিবও জানিয়ে দেন, তৃণমূল যা বলেছে, তা থেকে সরে আসার প্রশ্ন নেই। তৃণমূলের মতে, রাজ্যপাল সেখানে গিয়ে বিজেপি এবং এবিভিপির বিরুদ্ধে একটি কথাও বলেননি যা দুর্ভাগ্যজনক। হামলা ও তাণ্ডবে যুক্তদের শাস্তি হবেই।
রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় শনিবার বলেছেন, “পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারলে মানুষ এ বার এই দাবি তুলবে।”