ফের উর্ধ্বমুখী শেয়ার বাজারের সূচক

0
3

ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে কর্পোরেট করের হার কমানোর কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তারপরেই ফের উর্ধ্বমুখী শেয়ার বাজারের সূচক।
মুম্বই স্টক এক্সচেঞ্জে সেনসেক্সের সূচক উঠেছে 1,328.23 পয়েন্টে। অন্য দিকে তিনশো পয়েন্ট বেড়ে নিফটি এখন রয়েছে 11,005.03 পয়েন্টে।
শতাংশের বিচারে সব থেকে বেশি লাভ করেছে টাটা স্টিল, ইন্ডিয়াবুল্‌স হাউসিং ফিনান্স, এইচডিএফসি ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক এবং এইশার মোটর্‌সের সূচক।
বিশেষজ্ঞদের মতে দেশীয় সংস্থাগুলির ওপর থেকে কর্পোরেট করের হার কমানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতেই চাঙ্গা হয়ে গিয়েছে শেয়ার বাজার।