যাদবপুরে উপাচার্যের পাশে দাঁড়িয়েই সরব পার্থ

0
2

রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এক বিবৃতিতে পুরোপুরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়েছেন। কার্যত রাজ্যপালের বিরোধিতা করেছেন তিনি। পার্থবাবু বলেছেন,” তৃণমূল গতকালের অবস্থানে অনঢ় আছে। আমরা রাজ্যপালের পদকে সম্মান করি। আশা করি তিনি উপাচার্য ও ছাত্রদের প্রতি ন্যায়বিচার করবেন। আমরা শিক্ষক ও ছাত্রদের পক্ষে। গতকাল প্রশাসন শান্তিপূর্ণ ভূমিকা পালন করেছে। যারা ছাত্রদের, বিশেষত ছাত্রীদের নিগ্রহ করে ক্যাম্পাসে ভাঙচুর করেছে, তাদের শাস্তি আমরা দেবই। উপাচার্যের পাশে আছি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। বিশেষভাবে বলি, এটা স্বশাসিত সংস্থা। রীতি অনুযায়ী উপাচার্যের অনুমতি ছাড়া পুলিশ ঢুকতে পারে না।

আরও পড়ুন – বাবুলের উপর হামলায় বহিরাগতযোগ; দেখুন এ কে?