অসমের এনআরসি আতঙ্ক এবার বাংলায়। যার জেরে উত্তরবঙ্গের বালুরঘাটে মৃত্যু। খাদ্যসাথী প্রকল্পে আবেদন করাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে চরম বিশৃঙ্খলা বালুরঘাট বিডিও অফিসে। হাজার হাজার মানুষের ভিড়ে ঠাসা পড়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যাক্তির। মৃতের নাম মন্টু সরকার (52)। বাড়ি বালুরঘাট থানার পলাশডাঙা গ্রামে।
এদিন রেশন কার্ড সংশোধনীর লম্বা লাইনে দাঁড়িয়ে ছিলেন ওই বৃদ্ধ। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। ঘটনার জেরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এনআরসি নিয়ে আতঙ্কে ছিলেন ওই ব্যক্তি। যার জন্য সমস্তরকম নথি আপডেট করতে উদগ্রীব ছিলেন। তাই রেশন কার্ড সংশোধন করতে তৎপর ছিলেন তিনি। তারই এমন মর্মান্তিক পরিণতি।





























































































































