শিরোনাম কলকাতা হাইকোর্টের নতুন বিচারপতি কৌশিক চন্দ By EBBS Desk - September 20, 2019 0 3 FacebookTwitterPinterestWhatsApp কলকাতা হাইকোর্টের নতুন বিচারপতি হলেন কৌশিক চন্দ। 2014 থেকে কলকাতা হাইকোর্টে অতিরিক্ত সলিসিটর জেনারেল পদে ছিলেন তিনি। এবার আইনজীবী থেকে বিচারপতি হলেন। আগামী সপ্তাহে শপথ গ্রহণ করবেন নতুন এই বিচারপতি।