একটি পুরনো ছবি পোস্ট করে আবেগে ভাসলেন হার্দিক

0
3

এখন তিনি ভারতীয় দলের এক অন্যতম জনপ্রিয় ক্রিকেটার তথা অলরাউন্ডার। তিনি এখন প্রতিষ্ঠিত। বাইশ গজ তাঁকে কম সফলতা দেয়প্নি। কথা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে। কিন্তু হার্দিকের এই সফলতা পাওয়া কি সহজ ছিল? না ছিল না। আজকের হার্দিক পান্ডিয়া একটা সময় ট্রাকে চেপে পাড়ার ক্লাবে খেলতে যেতেন। আর এমনই এক ছবি নিজের ইন্সটাগ্রামে পোস্ট করে পুরনো স্মৃতি রোমন্থন করেছেন হার্দিক।

গুজরতের এক অখ্যাত জায়গা থেকে বাইশ গজে নিজের লড়াইটা শুরু করেছিলেন হার্দিক। তারপর একটু একটু করে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া। কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের ফলে কোহলি ব্রিগেডে নিজের নাম লেখাতে সক্ষম হয়েছেন হার্দিক। আর এখন সেই পুরনো স্মৃতিকেই একটি ছবি পোস্টের মাধ্যমে ফিরে দেখলেন তিনি, যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

আরও পড়ুন – ধোনির পরিবর্ত হিসেবে ঋষভকেই বেছে নিলেন গাভাসকর

ইন্সটাগ্রামে পুরনো ছবিটি পোস্ট করে হার্দিক লিখেছেন, ‘সেই সময় স্থানীয় ম্যাচ খেলতে ট্রাকে চেপে যেতাম। ওই সময়টায় এখনকার মতো এত স্বাচ্ছন্দ্য ছিল না। কিন্তু ওই সময়টাই আমায় অনেক কিছু শিখিয়েছে। এটা এক অসাধারণ যাত্রা আমার কাছে। এই জন্য আমি এই খেলাটাকে এত ভালবাসি।’

আরও পড়ুন – আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হলেন লঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়