মাঠ দখলকে কেন্দ্র করে উত্তেজনা ভদ্রেশ্বর দক্ষিণ পাড়ায়।প্রায় দেড় বিঘা মাঠে বহু বছর থেকে খেলাধুলো করে আসছেন দক্ষিণ পাড়ার সূর্য সংঘ ক্লাবের সদস্যরা। ওই মাঠের মালিক জ্যোতির্ময় মণ্ডল দখলদারির অভিযোগ করে ক্লাবের বিরুদ্ধে মামলা করেন। 10 বছর মামলা চলার পরে মালিকের পক্ষে রায় দেয় হাইকোর্ট। পুলিশকে সঙ্গে নিয়ে মাঠ দখল করতে গেলে প্রথমে বাধা দেন ক্লাবের সদস্যরা। এরপর তাঁরা ভদ্রেশ্বর স্টেশন থেকে দিল্লি রোডের রাস্তা অবরোধ করেন। ভদ্রেশ্বর রেল স্টেশনের কাছে অবরোধ হওয়ার ফলে যানজট দেখা দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।