রাজীবের খোঁজে বিষ্ণুপুরের রিসর্টে সিবিআই

0
3

রাজীব কুমারকে খুঁজে পেতে ফের তল্লাশিতে সিবিআইয়ের বিশেষ দল। বৃহস্পতিবার বাইপাসের ধারে হোটেল আর আইপিএস অফিসারদের মেসে তল্লাশি চালানোর পর আজ, শুক্রবার ফের চিরুণি তল্লাশি। রাজীব কুমারের 34 নম্বর পার্ক স্ট্রিটের বাড়িতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পাশাপাশি বিষ্ণুপুরে ‘ইবিজা’ নামে একটি রিসর্টে তল্লাশি চালায়। তল্লাশি চালানো হয় পার্ক স্ট্রিটের ‘সিদ্ধা’ বহুতলে। এছাড়াও কলকাতার আশপাশ অঞ্চলে আর কয়েকটি জায়গায় চলছে রাজীব কুমারের সন্ধান।

দক্ষিণ 24 পরগণার বিষ্ণুপুরের রিসর্টটিতে দুপুরেই তল্লাশি শুরু হয়। চারজনের দলটি রিশেপসন থেকে শুরু করে জিজ্ঞাসাবাদ। পরে রিসর্টের কর্তাদের নিয়ে বৈঠক করেন তাঁরা। কর্মীদের বক্তব্য, রাজীব কুমার সেখানে যাননি। সিদ্ধা বহুতলে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্টে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেও ছিলেন না রাজীব কুমার।

আরও পড়ুন – যাদবপুর নিয়ে মিছিল, পাল্টা মিছিলে তীব্র যানজট