রাজীবের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ

0
2

রাজীব কুমারের সন্ধানে শুক্রবার আবার তাঁর বাসভবনে সিবিআই হানা। এবার জিজ্ঞাসাবাদ তাঁর স্ত্রী সঞ্চিতা কুমারকে।

এদিন দুপুর ২.১০ মিনিট নাগাদ সাদা ইনোভা গাড়িতে সিবিআইয়ের একটি টিম ঢুকে পড়ে পার্ক স্ট্রিটের বাসভবনে। এদিনের লক্ষ্য করার বিষয় ছিল, সিবিআই টিমে ছিলেন এক মহিলা অফিসার। মূলত প্রাক্তন পুলিশ কমিশনারের বাসভবনে তাঁর আত্মীয়দের বা স্বজনদের জিজ্ঞাসাবাদ করাই ছিল উদ্দেশ্য। কোথায় রয়েছেন রাজীব, তা জানতে চাওয়া হয় সঞ্চিতার কাছে। জিজ্ঞাসাবাদ পর্ব চলে প্রায় ঘন্টাখানেক।

আরও পড়ুন – রাজীবের খোঁজে বিষ্ণুপুরের রিসর্টে সিবিআই