গভীর রাতে বোমাবাজিতে কেঁপে উঠল কাঁচরাপাড়ার লক্ষী সিনেমা ও মানিকতলা সংলগ্ন এলাকা। বুধবার, রাত সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটে। অভিযোগ, বাইকে চেপে দুষ্কৃতীরা ঘটনাস্থলে গিয়ে বোমা ছোড়ে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে যায় বীজপুর থানার পুলিশ। কারা, কী উদ্দেশে একাজ করেছে তার তদন্ত শুরু হয়েছে।





























































































































