প্রবেশদ্বারের দু’দিকের উঁচু টাওয়ার থেকে দুই আদিবাসী রমনী ধামসা বাজিয়ে আপনাকে স্বাগত জানাবে। গাছ-গাছালি ঘেরা আদিবাসীদের গ্রামে ঢুকলেই আপনি পাবেন সবুজের ছোঁওয়া। যেখানে পাট, ভুট্টা, লাউ, কুমড়ো, কলা প্রভৃতি গাছের সারি আপনার মন জয় করবেই। সঙ্গে কানে ভেসে আসবে ধামসা-মাদলের সুরেলা শব্দ। 18 বছরে মা দূর্গার আরাধনায় এমনই ব্যাবস্থা করতে চলেছে চুঁচুড়ার বেগুনতলা সর্বজনীন। এই সর্বজনীন পুজো প্রতি বছরই নতুন-নতুন চমক দিয়ে আসছে শহরবাসীকে। এবারেও তার অন্যথা হবে না। এবারে এখানকার থিম “মাদলের তালে”। প্রায় তিনমাস আগে থেকে এই থিমের কাজ শুরু হয়। বেগুনতলার মাঠ জুড়ে রিতিমতো চাষ করে বিভিন্ন গাছগাছালি তৈরি করা হয়েছে। থিমের সাথে সামঞ্জস্য রেখেই এখানকার প্রতিমা তৈরি হবে বলে জানান উদ্যোক্তারা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.