নর্থ ব্লকে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই আজ, বৃহস্পতিবার দুপুর দেড়টায় অমিত শাহের সঙ্গে বৈঠক হবে মুখ্যমন্ত্রীর। বৈঠকের সময় এবং স্থান সকালেই মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করতে চান৷ মমতা বলেছিলেন, “অমিত শাহ দিল্লিতে নেই, ঝাড়খণ্ডে রয়েছেন শুনলাম। যদি বৃহস্পতিবার দিল্লিতে থাকেন, যদি সময় দেন তা হলে তাঁর সঙ্গেও দেখা করতে চাই।’ শাহ এরপরই আজ দুপুরে সময় দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীকে।
আরও পড়ুন-ফের ঊর্ধ্বমুখী পেট্রল-ডিজেলের দাম






























































































































