আলিপুর কোর্টের শুনানিতে সিবিআইর বিশেষ আইনজীবী কে সি মিশ্র বলার সময় সব থেকে বেশি যার কাছ থেকে বাধা পেলেন, তিনি তৃণমূলের আইনজীবী নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়। আলিপুর কোর্ট তাঁর ঘাঁটি। ফলে রাজীবের আইনজীবী গোপাল হালদারের পাশে সক্রিয়ভাবে দাঁড়িয়ে যান তিনি। মিশ্র যখন বলছিলেন, তখন ক্রমাগত বাধা দিয়ে তার ছন্দ কেটে দেওয়ার চেষ্টা করেন তিনি। বৈশ্বাকে বলতে দেখা যায়,” এক কথা বলবেন না”,” এটা কোনো যুক্তি না”, ” আপনার কথা কেউ শুনছে না।” এ ধরণের সংলাপ। বৈশ্বার আইনজীবী টিমও ছিল সক্রিয়। বস্তুত একসময় দেখা যায় সিবিআই আইনজীবীর কথাই শোনা যাচ্ছে না। রাজীবশিবির সূত্রে শোনা যাচ্ছে, সিবিআইয়ের আইনজীবীকে এখন থেকে এভাবেই ব্লক করার রণকৌশল নেওয়া হবে। বৈশ্বার পারফরমেন্সে এই শিবির খুশি। আলিপুর কোর্ট থেকে তাঁরা কাঙ্খিত সুরক্ষা পাবেন রাজীবশিবির আশাবাদী।
আরও পড়ুন-রাজীব মামলায় আদালতে তুমুল বিতণ্ডা, রায়দান পরে































































































































