রাজীব কুমারকে ধরতে তৎপরতা বাড়াল সিবিআই। বুধবার দুপুরে সিজিও কম্প্লেক্স থেকে হঠাৎই একটা দল রওনা দেয়। এরআগে ডিজি তাঁর চিঠিতে জানিয়েছিলেন, রাজীব কুমার ছুটির সময় বাড়িতে থাকবেন বলেই জানিয়েছিলেন। সেইমতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা পার্কস্ট্রিটমুখী কি না, নাকি পরবর্তী তদন্তের গতি প্রকৃতি নিয়ে আলোচনা করতে নিজাম প্যালেসের দিকে গেলেন সেটাই জল্পনা।
আরও পড়ুন – রাজীবের আর্জিতে সায় দিলেও আজ আগাম জামিনের শুনানি নয়, জানালো আলিপুর আদালত





























































































































