কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে খুঁজতে তৎপরতা বাড়াল সিবিআই। রাজীব কুমারের খোঁজে বিশেষ দল গঠন করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দলে দু’জন এসপি, তিন অ্যাডিশনাল এসপি ও বেশ কয়েকজন ডিএসপি পদমর্যাদার আধিকারিক হয়েছে। দলে রয়েছেন তদন্তকারী কয়েকজন অফিসারও। দিল্লি ও উত্তরপ্রদেশ থেকে ১৪ জন আধিকারিককে এই দলে নিয়োগ করা হয়েছে।
সিবিআই সূত্রে খবর, ডিজিপি-র থেকে চিঠির উত্তর পেয়েই প্রাক্তন পুলিশ কমিশনারকে খুঁজতে এই বিশেষ দল গঠন। রাজীব কুমার প্রসঙ্গে সিবিআই-এর চিঠির উত্তর দেন ডিজিপি। সেখানে তিনি জানান, ছুটির আবেদনপত্রে এডিজি সিআইডি রাজীব কুমার জানিয়েছেন, ছুটির দিন তিনি 34 নম্বর পার্কস্ট্রিটের বাড়িতেই থাকবেন। বুধবার সকালেই সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে যান জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব। এরপরেই বুধবার, বেলা সাড়ে 11টা নাগাদ সিআইডি-র এক আধিকারিক পার্কস্ট্রিটে রাজীব কুমারের বাড়িতে যান। অল্প সময় থেকেই তিনি বেরিয়ে যান।
আরও পড়ুন – বারাসাত বিশেষ আদালতে সারদার কোনো সিবিআই মামলা থাকছে না





























































































































