প্রতি বছরের মতো এবারও ডাউন গেদে লোকালে আয়োজিত হল বিশ্বকর্মা পুজো। সকালের প্রথম ট্রেনেই এই পুজো হল। এ বছর 12তম বছরে পা দিল। ভেন্ডারের যাত্রীরাই প্রধানত এই পুজোর আয়োজন করে। পুজো হবে, আর আনন্দ উৎসব হবে না, তা কি হয়? পুজোর সঙ্গে চলল নাচ, গান। সঙ্গে খিচুড়ি ভোগ।
আরও পড়ুন-আলিপুরে আগাম জামিন মিলবেই, আত্মবিশ্বাসী রাজীবশিবির





























































































































