নদীয়ার ধুবুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকদের বিরুদ্ধে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠল। ঘটনায় 10 জন মত অসুস্থ হয়েছেন। তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করা হচ্ছে। যদিও স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে, ভুল ইনজেকশন নয়। অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। তবে ঠিক কী হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।





























































































































