জাগুয়ার কাণ্ডে অবশেষে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। ঘটনার 32 দিনের মাথায় বুধবার শহরের মেট্রোপলিটন আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। রাঘেব পারভেজ, আরসালান পারভেজ ও তাঁদের মামা মহম্মদ হামজার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। জাগুয়ারের চালকের বিরুদ্ধে আইপিসি 302, 308 ও মোটর ভেহিক্যালস অ্যাক্ট 119, 177 নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাঘেবের ভাই আরসালানের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট সহ আরও বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। 16 আগস্ট মধ্যরাতে লাউডন স্ট্রিট ও শেক্সপিয়ার সরণির মোড়ে একটি জাগুয়ার ধাক্কা মারে একটি মার্সিডিজকে। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে মার্সিডিসকে ধাক্কা দেওয়ার পরে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সংলগ্ন পুলিশ কিয়স্কে ধাক্কা মারে। সেখানে দাঁড়িয়ে ছিলেন দুই বাংলাদেশি যুবক-যুবতী। ঘটনাস্থলেই মারা যান তাঁরা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিখ্যাত বিরিয়ানি রেস্তোরাঁর মালিকের ছেলে আরসালান পারভেজই গাড়িটি চালাচ্ছিলেন। কিন্তু গাড়ির সিলিকন বাইটস টেস্টে ধরা পড়ে আরসালান দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন না। জাগুয়ার থেকে বিডিআর সংগ্রহ করেন বিশেষজ্ঞরা। সেই নম্বরের সূত্র ধরেই খোঁজ পাওয়া যায় রাঘেবের। পুলিশ জানতে পারে গাড়ি চালাচ্ছিলেন রাঘেবই। কিন্তু তিনি ততক্ষণে মামার সাহায্যে দুবাই পালিয়ে গিয়েছেন। পুলিশ নজরদারি চালাচ্ছিল। কলকাতা ফেরার পরেই গ্রেফতার করা হয় আসল অভিযুক্ত রাঘেব পারভেজকে।