NRC বোঝাতে পয়লা অক্টোবর শহরে আসছেন শাহ

0
1

দলের নেতা-কর্মীদের NRC বোঝাতে আগামী 1 অক্টোবর কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি থেকে রাজ্য বিজেপিকে এই সফর নিশ্চিত করা হয়েছে । NRC নিয়ে কর্মিসভা করতেই তিনি মূলত কলকাতায় আসছেন। পাশাপাশি ওই দিনই তিনি শহরের যে কোনও একটি পুজোর উদ্বোধন করবেন। তবে কোন পুজোর উদ্বোধনে যাবেন, তা এখনও গোপন রাখা হয়েছে।