এক ভাষা এক দেশের পর স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রশ্ন তুললেন বহুদলীয় ব্যবস্থা নিয়ে। তাঁর প্রশ্ন, দেশ স্বাধীন হওয়ার পর মানুষের মনে প্রশ্ন, এই ব্যবস্থা দেশের আমজনতার আশা-আকাঙখা কি আদৌ পূর্ণ করতে পেরেছে? বাস্তবে তাঁরা আশাহত। অমিতের লক্ষ্য ছিল মূলত ইউপিএ সরকার। দিল্লিতে অল ইন্ডিয়া ম্যানেজমেন্টের এক অনুষ্ঠানে এ বক্তব্য রেখে ফের বিতর্ক উস্কে দিয়েছেন তিনি। বিরোধীদের বক্তব্য, এটা আসলে স্বৈরতান্ত্রিক মনোভাবের পরিচয়।
কেন এ কথা বলছেন? তার ব্যাখ্যা দিতে গিয়ে অমিত মঙ্গলবার বলেন, 130 কোটির দেশকে এক সূত্রে বাঁধতে প্রয়োজন দৃঢ় নেতৃত্ব, সঠিক পরিকল্পনা, আর স্বচ্ছ্ব দৃষ্টিভঙ্গি। স্বভাবতই স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে এক হাত নিয়ে কংগ্রেস বলেছে, আসলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙতে চাইছে বিজেপি। বিরোধী মতকে গিলোটিনে চড়াতে চাইছে। এনডিএ বিভিন্ন দল নিয়ে রাজ্যে রাজ্যে সরকার গড়ে এখন উল্টো কথা বলছে। নীতীশ কুমার, প্রকাশ সিং বাদল, উদ্ধব ঠাকরে এই মন্তব্যের জবাব দেবেন। আসলে সঙ্ঘের এক দেশ, এক ভাষা, এক দলের কর্মসূচিকেই সামনে আনতে চাইছে সরকার।
বিরোধীদের বক্তব্য, আঞ্চলিক দলগুলির নেতৃত্ব এমনিতেই সঙ্কটে। আর এই সময়েই আঘাত করতে চাইছে বিজেপি। সিপিএম সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, আমাদের সংবিধানের আদর্শকে ধ্বংস করতে চাইছে বিজেপি। আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসলে এসব মন্তব্য করে বিজেপি জল মাপতে চাইছে। কারন তারা বুঝেছে, কাশ্মীরের মতো আইন করে সমস্যা সমাধান করা সম্ভব নয়।































































































































