রাতভর বৈঠকের পর আলিপুর আদালতে আসতে পারে CBI, তৈরি রাজীব শিবিরও

0
16

মঙ্গলবার বারাসত আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে সারদা সারদা মামলায় রাজীব কুমারের আগাম জামিন সংক্রান্ত কোনো কিছুর শুনানি তাদের এক্তিয়ারে নেই। সিবিআই সূত্রে খবর, এরপরই রাতভোর বৈঠক করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যতদূর জানা যাচ্ছে, আজ বুধবার আলিপুর আদালতে আসতে পারে সিবিআইয়ের আইনজীবী এক প্রতিনিধি দল। পাশাপাশি এও জানা যাচ্ছে রাজীব কুমারের আইনজীবীরাও উপস্থিত থাকতে পারেন আলিপুর এসিজেএম আদালতে।

মঙ্গলবার প্রায় দেড় ঘণ্টা বারাসাত আদালতে সওয়াল-জবাব চলে। তারপরই আগাম জামিনের আর্জি ফিরিয়ে বিচারক বলেন, এই মামলা দক্ষিণ 24 পরগনার অধীন। বারাসাত কোর্টের এক্তিয়ার নেই এনিয়ে রায় দেওয়ার। সিবিআই এবং রাজীব কুমার দুই তরফের মামলাকে আলিপুর আদালতে পাঠিয়ে দেওয়া হয়। তবে কেস ডিটেলস এখনও বারাসাত আদালতে থাকায় সম্পূর্ণ প্রক্রিয়া শুরু করা যাবে কিনা তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে।

উল্লেখ্য, সারদা তদন্তে সিবিআইয়ের আর সি 4 মামলাটি বারাসতের বিশেষ আদালত থেকে ফিরছে আলিপুর আদালতে। মঙ্গলবার সকালেই এই ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছিলেন বিশেষ আদালতের বিচারক সঞ্জীব দারুকা। রাতের খবর 48 ঘন্টার মধ্যেই আলিপুর এসিজেএম কোর্টে ফিরছে মামলার নথি। তদন্ত সংক্রান্ত জরুরি কিছু ক্ষমতা বিশেষ আদালতের কাছে নেই, সেই যুক্তিতেই ফিরছে মামলা। বিশেষ আদালত গঠনের এতদিন পর এই এক্তিয়ারজনিত জটিলতা সামনে এল কেন, তা নিয়ে কৌতূহল একাধিক মহলে। তবে এজলাসেই বিষয়টি বুঝিয়ে বলেন বিচারক।