বারাসতের জেলা বিচারকের এজলাসে রাজীব-মামলার শুনানি আজই

0
3

রাজীব কুমারের আগাম জামিনের আর্জি গ্রহণ করেছে বারাসতের জেলা বিচারকের আদালত। আজ, মঙ্গলবার বেলা 2টোর পর শুনানির সম্ভাবনা। তবে জেলা বিচারক একইসঙ্গে জানিয়েছেন, CBI-এর বিশেষ আদালত থেকে এই মামলার নথি জেলা বিচারকের এজলাশে না এলে শুনানি সম্ভব হবেনা।

মঙ্গলবার সকালেই রাজীব কুমারে বারাসতের বিশেষ আদালতে রাজীব কুমারের আগাম জামিনের আর্জি জানায় তাঁর আইনজীবীরা। কিন্তু এক্তিয়ার না থাকায় বিচারক এই আগাম জামিনের আর্জি খারিজ করে দেয়।
আবেদন খারিজ হতেই রাজীব কুমারের আইনজীবীরা যান বারাসতের জেলা বিচারকের এজলাশে। এই আদালতেই বেলা দুটো নাগাদ ‘ফেরার’ রাজীব কুমারের আগাম জামিন শুনানি হওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন-ধাক্কা খেলেন রাজীব, আগাম জামিনের আর্জি খারিজ বিশেষ আদালতে, এবার অন্য কোর্টে