আবার বিতর্কের শিরোনামে বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে তাঁর নিজের ওয়ার্ডের যজ্ঞে তিনি অংশ নিলেন। প্রকাশ্যে অবশ্য তিনি এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
মঙ্গলবার সকালে 31 ওয়ার্ডে একটি স্বেচ্ছাসেবী সংস্থা প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে যজ্ঞের আয়োজন করে। সেখানে দেখা যায় প্রাক্তন মেয়র তথা তৃণমূলের বিধায়ক সব্যসাচীকে। তিনি শুধু উপস্থিত ছিলেন তাই নয়, হোম-যজ্ঞে অংশও নেন। ছিলেন, কয়েকজন অভিনেতাও। প্রকাশ্যে এ বিষয়ে কিছু না বললেও ঘনিষ্ঠমহল সূত্রে খবর, সব্যসাচী বলেছেন, কার জন্মদিন আমি পালন করব, কিংবা কোথায় যাব সেটা আমার একান্তই ব্যক্তিগত বিষয়। রাজনৈতিকমহল বলছে, বিজেপিতে যাব যাব করেও তৃণমূল ছাড়েননি সব্যসাচী, আবার বিজেপিতে যোগও দেননি। কিন্তু দলকে চিমটি কাটার সুযোগ তিনি ছাড়ছেন না। আবার তৃণমূলও তাঁকে নিদেনপক্ষে সাসপেন্ডও করেনি। ফলে ন যযৌ ন তস্থৌ অবস্থায় নিজেকে খবরে রাখতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন সব্যসাচী দত্ত।