চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে আছড়ে পড়ার পর ভারতীয় চন্দ্রযান-2 এর ল্যান্ডার বিক্রম এখন ঠিক কী অবস্থায় আছে তা জানার চেষ্টা চালাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তাদের লুনার রিকনিস্যান্স অরবিটার চাঁদের চারদিকে পাক খাচ্ছে। সেই অরবিটারের আজই অর্থাৎ মঙ্গলবার চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রমের অবতরণস্থলের উপরে আসার কথা। সেই সময় নাসার অরবিটার চন্দ্রপৃষ্ঠে বিক্রমের হালহকিকত জানতে ছবি তুলবে। চাঁদের মাটিতে আছড়ে পড়ার পর বিক্রমের এখনকার অবস্থা কী, তা নাসার অরবিটারের পাঠানো ছবি থেকে জানতে পারবে ভারত।
প্রসঙ্গত, ইসরোর চন্দ্রযান-2 অভিযানে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা ছিল রোভার প্রজ্ঞান-সহ ল্যান্ডার বিক্রমের। কিন্তু অবতরণের মুহূর্ত থেকে ইসরোর সঙ্গে বিক্রমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চন্দ্রযান-2 এর অরবিটার ঠিকঠাক কাজ করলেও দুর্গম দক্ষিণ মেরুতে বিক্রমের সফট ল্যান্ডিংয়ে বিপত্তি ঘটেছে বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে ল্যান্ডারের একটি থার্মাল ইমেজ পাওয়ার পর ইসরোর বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন ল্যান্ডার বিক্রম মহাকাশের অন্যত্র ছিটকে পড়ে নি, আছে চাঁদের মাটিতেই। এপর্যন্ত কোনও দেশই চাঁদের দক্ষিণ মেরুতে কোনও মহাকাশযান পাঠাতে পারেনি। সেদিক থেকে ল্যান্ডার বিক্রমের সেখানে নামাটাই একটা রেকর্ড। তবে বিক্রমের অপটিক্যাল ইমেজ না পাওয়া গেলে তার বর্তমান অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব নয়। সেই কাজটিই করতে চলেছে নাসার অরবিটার।





























































































































