মিষ্টিতে ‘দিদিকে বলো’

0
3

‘দিদিকে বলো’-র অভিনব প্রচার। বিলি করা হল ‘দিদিকে বলো’ সন্দেশ। জনসংযোগ বাড়াতে ও নাগরিক সচেতনতার প্রচারে এই উদ্যোগ নেন হুগলির বৈদ্যবাটি পুরসভার সিআইসি সুবীর ঘোষ। বৈদ্যবাটির চৌমাথা থেকে রেলগেট পর্যন্ত প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে চলে প্রচার। ডেঙ্গু সচেতনতার পাশাপাশি জলের অপচয় বন্ধ, প্লাস্টিকের ব্যবহার না করার জন্য প্রচার চালানো হয় তৃণমূলের পক্ষ থেকে। ‘দিদিকে বলো’-তে ফোন করে অনেক সমস্যা মিটছে, তাই মানুষকে উৎসাহ দিতে বিশেষ ছাপ দেওয়া সন্দেশ বিলি করেন কাউন্সিলর সুবীর ঘোষ। ‘দিদিকে বলো’ সন্দেশ পেয়ে খুশি পথ চলতি মানুষ।

আরও পড়ুন-কালো কাপড়ে মুখ ঢেকে ফিরলেন ইরফান