আবার আক্রমণাত্মক বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরের নাড়াজোলে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ বলেন, বিজেপিকে হারাতে এবার মাওবাদীদের ময়দানে নামাচ্ছে তৃণমূল। আগে ভোটের সময় ওদের কাজে লাগিয়েছিল। সব এসে মিটং করত। তারপর ওদের ঢুকিয়ে দেওয়া হয়। এখন তাদের জেল থেকে ছাড়া হচ্ছে। কারন, জঙ্গলমহলে আমরা জিতে গিয়েছি। কিন্তু এভাবে বিজেপিকে ভয় পাওয়ানো কঠিন। এই মাওবাদীদের ছেড়ে ভুল করা হচ্ছে। নকশাল বা মাওবাদীরা কারওর হয় না। এরা আপনাকে-আমাকে নিরীহ মানুষকে মারবে।