বিশেষ আদালত নিয়ে তীব্র জটিলতা, MP MLA মামলা কোন্ পথে?

0
1

এমপি এমএলএদের জন্য গঠিত বারাসাতের বিশেষ আদালতের কাজ নিয়ে তীব্র জটিলতা তৈরি হয়েছে। তার জেরে সারদাসহ বেশ কিছু মামলার ভবিষ্যত নিয়ে প্রশ্নচিহ্ন স্পষ্ট।

বিশেষ আদালতের বিচারক সঞ্জীব দারুকা নিজেও একথা স্বীকার করেন। তিনি বলেন,” এই আদালত গঠনের সার্কুলার অনুযায়ী আমি বিচার করতে পারি। কিন্তু তদন্তে এই আদালতের ভূমিকা নেই। অথচ এমন বহু মামলা এখানে এসেছে যেগুলিতে একদফা চার্জশিট হলেও তদন্ত এখনও চলছে। এসব ক্ষেত্রে আমার কিছু করার নেই। যদি কাউকে গ্রেপ্তার করে আনা হয়, তাহলেও আমার তাকে পুলিশ বা জেল হেপাজত দেওয়ার ক্ষমতা নেই। ফলে এধরণের সব মামলা আগের কোর্টগুলিতে ফেরানোর কথা ভাবছি। এবিষয়ে খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে হবে।”