সেচের খালে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ। চাঞ্চল্য সিউড়ি থানার কেন্দুয়াতে। মৃত অভিষেক ভট্টাচার্যের পরিবারের পক্ষ থেকে দুই বন্ধুর নামে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। দুই বন্ধুকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বছর কুড়ির অভিষেক সিউড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের বি-টেক-এর তৃতীয় বর্ষের ছাত্র ছিল। সোমবার বিকেলে, রাকেশ রায় ও ইন্দ্রজিৎ মহারার সঙ্গে ঘুরতে গিয়েছিলেন অভিষেক। বন্ধুদের বয়ান অনুযায়ী, কেন্দুয়ার ময়ুরাক্ষী নদীর সেচ খালে স্নান করতে গিয়ে তলিয়ে যান তিনি। সিউড়ি থানার পুলিশ ও দমকল বাহিনী দেহটি ক্যানাল থেকে উদ্ধার করে। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তের পরে পরিবারকে দেহ দেওয়া। মৃতের পরিবারের পক্ষ থেকে দুই বন্ধুর নামে খুনের অভিযোগ দায়ের করা হলে, সিউড়ি থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে।