কলেজে মোবাইল আনবে না। পইপই করে নিষেধ করেছিলেন অধ্যক্ষ। সমর্থন করেছিলেন অভিভাবকরাও। কিন্তু তা সত্ত্বেও কিছু পড়ুয়ার কাছে মোবাইল পাওয়া যেতে তা হাতুড়ি দিয়ে ভেঙে ভাইরাল হলেন অধ্যক্ষ।
ঘটনা কর্ণাটকের সিরসি এলাকার চৈতন্য কলেজ। গত বৃহস্পতিবার কলেজের অডিটোরিয়ামে প্রথম আর দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের নিয়ে ক্লাসে বসেন অধ্যক্ষ। হঠাৎ মোবাইল তল্লাশি শুরু হয়। মেলে ১৭টি মোবাইল। এরপর পড়ুয়াদের সবক শেখাতে স্টাফরুম থেকে হাতুড়ি আনিয়ে সেগুলি ভাঙতে শুরু করেন অধ্যক্ষ। গোটা দুয়েক ভাঙার পর বাকিগুলি কলেজের লকারে চাবি দিয়ে রেখে দেন। সেই ভাঙার ছবি এখন হাতে হাতে ফিরছে সকলের।
আরও পড়ুন – কালো কাপড়ে মুখ ঢেকে ফিরলেন ইরফান