জম্মু কাশ্মীর থেকে 370 ধারা বাতিলের পর উপত্যকার প্রথম সারির রাজনীতিবিদদের অনেককেই গৃহবন্দি করে রাখা হয়েছিল। আবার তাদের মধ্যে কাউকে পরে গ্রেফতার করা হয় । প্রবীণ রাজনীতিবিদ ফারুক আব্দুল্লাহ আদৌ গৃহবন্দি নাকি ধৃত এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি কেন্দ্র। তাই তাঁর বর্তমান পরিস্থিতি জানতে চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে নোটিশ পাঠালো দেশের সর্বোচ্চ আদালত। প্রবীণ এই রাজনীতিবিদের বর্তমান পরিস্থিতি জানার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তামিলনাড়ু এমডিএমকে নেতা ভাইকো। তার সেই আবেদনের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট সোমবার এই নির্দেশ দিয়েছে।