দেশের 82 জন সাংসদ এখনও ছাড়েননি দিল্লির সরকারি আস্তানা !

0
4

2019 সালে তারা প্রাক্তন হোয়েছেন। বারেবারে বলা হয়েছে তাদের সরকারি বাংলো ছাড়তে। তবুও দেশের 82 জন সাংসদ এখনও ছাড়েননি দিল্লির সেই সরকারি আস্তানা । কেন্দ্রের নির্দেশে কর্ণপাত করার প্রয়োজন মনে করেননি এই সাংসদরা। যার নিট ফল, নতুন সাংসদরা অস্থায়ী জায়গায় থাকতে বাধ্য হচ্ছেন। এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে চাপানউতোর।
সি আর পাটিলের নেতৃত্বাধীন লোকসভা হাউজিং কমিটি গত 19 অগাস্ট সতর্কবার্তা দিয়েছিল 200 জন প্রাক্তন সাংসদকে যে, তাঁরা যেন বাংলোগুলি আগামী সাতদিনের মধ্যে খালি করে দেন। না হলে তার তিন দিনের মধ্যেই তাঁদের জল, বিদ্যুৎ এবং রান্নার গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কারণ যেহেতু ওই বাংলোগুলি শুধুমাত্র সাংসদদের জন্যই নির্দিষ্ট তাই নিয়ম অনুযায়ী, প্রাক্তন সাংসদরা সেখানে থাকতে পারেন না। কিন্তু তাতেও 82 জন কর্ণপাত করার প্রয়োজন মনে করেননি।
পুরনো লোকসভা ভাঙার এক মাসের মধ্যেই পরাজিত সাংসদদের বাংলো খালি করতে হয়। এবছর গত 25 মে 16তম লোকসভা ভেঙে দিয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।