মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়ানক ও কলঙ্কিত দিন হিসেবে পরিচিত 9/11-র বর্ষপূর্তিতে এক বিরল ঘটনা ঘটল। এদিনই রাত 9টা 11 মিনিটে জন্ম নিল এক শিশু। তার ওজন আবার 9 পাউন্ড 11 আউন্স। টেনেসির জার্মানটাউনের এক হাসপাতালে এই ঘটনা ঘটেছে।
সদ্যোজাত কন্যা ক্রিস্টিনার মা বলেন, তাঁর মেয়ে এক ‘ছোটাখাটো বিস্ময়’। ক্রিস্টিনার বাবা জাস্টিন ব্রাউন বলেন, হাসপাতালের অনেকেই তাঁকে মজা করে বলেছেন, যে মেয়ের নামে লটারি খেলতে। হাসপাতালের তরফে ওই শিশুর রেকর্ড তৈরি করার সময়েই তাঁরা চমকে যান। শিশুর জন্মের সময় আর ওজন এবং নির্দিষ্ট দিনটি ভেবে তাঁরা অবাক হয়ে যান।
জাস্টিনও বলেন, ‘ক্রিস্টিনার জন্মের সময়, তার ওজন যখন চিকিৎসকরা ঘোষণা করছেন তখন আমরা সকলেই অবাক হয়ে যাই।’ এটা বলতেই হয়, 9/11-র দুঃখের দিনেও ক্রিস্টিনা যে বিস্ময়কর কাকতালীয় বৈশিষ্ট্য নিয়ে জন্ম নিল, তাতে জার্মানটাউনের ওই হাসপাতালের সকলেই বেশ আনন্দ পেয়েছেন।
আরও পড়ুন-রেনবোর বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ভিকুনার ছেলেরা




























































































































