রক্ষাকবচ ওঠার পর থেকেই খোঁজ নেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের। শুক্রবার, রাজীব কুমারের গ্রেফতারির উপর থেকে অন্তর্বর্তীকালীন স্থাগিতাদেশ উঠে যাওয়ার পরেই বিকেল পাঁচটা নাগাদ সিবিআই আধিকারিকরা তাঁর বাড়ি গিয়ে নোটিস সেঁটে দিয়ে আসেন। সেই মতো শনিবার সকাল 10টায় সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও সিবিআই দফতরে পৌঁছননি রাজীব কুমার। বন্ধ ফোনও। কলকাতা বিমানবন্দর সহ বিভিন্ন জায়গায় সাদা পোশাকে নজরদারি চালানো হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর।
আরও পড়ুন-যাত্রীদের জন্য সুখবর: হামসফর ট্রেনে বাতিল এই স্কিম





























































































































