রাজীব কুমার শনিবার বেলা এগারোটা নাগাদ পার্ক স্ট্রিটে নিজের আবাসনেই রয়েছেন। আইনজীবীদের সঙ্গে কথা বলছেন। সকাল দশটায় সিবিআই অফিসে তাঁর যাওয়ার কথা ছিল। এখনও রাজীব বাড়ি থেকেও বরোননি। যে সূত্রটি বলছে রাজীব বাড়িতেই আছেন, সেই সূত্র বলছে সিবিআই সরকারিভাবে জানেন না, রাজীব কোথায়। রাজীব না এলেও তাঁর তরফে কোনো যোগাযোগ আসবে বলে তাঁদের ধারণা। তিনি না এলে সিবিআই কী করে, সেটাই দেখার।
আরও পড়ুন-কোথায় রাজীব কুমার? সাদা পোশাকে নজর সিবিআইয়ের





























































































































