জনপ্রিয় সঞ্চালক মীর বিস্ফোরক স্বীকারোক্তিতে জানিয়েছেন তিনি গত দুতিন বছরের মধ্যে চার বার আত্মহত্যার চেষ্টা করেছেন। প্রবল হতাশা ও অবসাদ থেকে এই কাজটা করেছেন তিনি। হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। সাতাশিটি ঘুমের বড়ি খেয়েছিলেন। মীর ব্যাখ্যা করেছেন, এই প্রবল কাজের চাপ, পারফর্ম করা, সাতসকালে রোজ উঠে অনুষ্ঠান, স্টেজের শো, এসবের মধ্যেই হঠাৎ শূন্যতা কাজ করে। একটি রেডিও অনুষ্ঠানে তিনি নিজেই একথা বলে সকলকে চমকে দিয়েছেন। সঙ্গে একথাও বলেছেন যে এই ধরণের কাজের জন্য তিনি লজ্জিত। এটা করা উচিত নয়। এরপর শনিবার “সংবাদ প্রতিদিন”-এ সাংবাদিক ইন্দ্রনীল রায়কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টা খোলসা করে বলেছেন। মীরের টিপস্, মনের মধ্যে চাপ বাড়লে তাকে জমিয়ে রাখবেন না। নির্ভরযোগ্য কাউকে বলুন। মনোবিদকে সব বলুন। মীর নিজেও মনোবিদের কাছে যেতেন। সেদিন রেডিওতে এসব শুনে এক তরুণী আত্মহত্যার সিদ্ধান্ত বাতিল করেছেন বলেও খবর। মীরের বার্তা, আত্মহত্যার চেষ্টা করা ভুল। প্রশ্ন হল, এমন একটি স্বীকারোক্তি দেওয়ায় মীর আইনি জটে পড়ে যাচ্ছেন না তো?
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.