ছুটিতে আছেন। তাই একমাস সময় চেয়ে সিবিআইকে ইমেল করলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। সূত্রের খবর, তিনি সিবিআইকে জানিয়েছেন, ছুটিতে থাকার কারণে এখন হাজিরা দিতে পারছেন না। একমাস সময় চাই তাঁর। এই ইমেল পাওয়ার পরেই তথাগত বর্ধন ও পার্থ মুখোপাধ্যায় সহ পাঁচ সিবিআই আধিকারিক বালিগঞ্জে আইনজীবী ওয়াই জেড দস্তুরের পরামর্শ নিতে যান তাঁরা। সূত্রের খবর, রাজীব কুমারকে সময় দিতে নারাজ সিবিআই।































































































































