যাত্রীদের জন্য বড়সড় সুখবর দিল ভারতীয় রেল। রেলের এক শীর্ষস্থানীয় অফিসার বলেন, হামসফর ট্রেনের ভাড়ায় এবার ফ্লেক্সি-ফেয়ার স্কিম বাতিল করা হল। কাজেই আর ভাড়ার তারতম্য ঘটবে না। এছাড়া ওই ট্রেনের তৎকালের ভাড়াও মূল ভাড়ার 1.3 গুণ বেশি নেওয়া হবে, যা আগে ছিল 1.5 গুণ বেশি।
অর্থাৎ এবার থেকে অন্যান্য মেল এবং এক্সপ্রেস ট্রেনের তৎকালের ভাড়ার মতোই হামসফরেরও তৎকালের ভাড়া একই থাকবে। এতদিন হামসফর ট্রেনে শুধুমাত্র এসি 3 টায়ার কোচ ছিল। এবার থেকে ট্রেনে স্লিপার কোচও চালু করা হবে বলে রেলওয়ে তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন-নগ্ন অবস্থায় রাস্তায় দৌড় ধর্ষিতার! বাকিটা জানলে চমকে উঠবেন































































































































