“গণশক্তি”তে ফিরল নেওটিয়াদের বিজ্ঞাপন

0
2

সিপিএমের মুখপত্র গণশক্তি তীব্র বিজ্ঞাপন সংকটে ভুগছে। বামেরা ক্ষমতায় থাকাকালীন যেসব বিজ্ঞাপন আসত, পরে কার্যত সবই উধাও হয়ে যায়। বেসরকারি সংস্থাও মুখ ফেরায়। বস্তুত যে সব শিল্পপতিকে বাম শীর্ষ নেতাদের সঙ্গে দেখা যেত, তাঁদের প্রায় সকলকেই দেখা যেতে শুরু করে নতুন সরকারের পাশে। এহেন অবস্থায় “গণশক্তি”তে হর্ষ নেওটিয়ার বিজ্ঞাপন ফিরে আসা বিশেষ ইঙ্গিতবাহী বলে মনে হচ্ছে। যদিও কোনো সংস্থার কোনো কাগজে বিজ্ঞাপন দেওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। এটা স্বাভাবিক। কিন্তু দীর্ঘকাল পর নেওটিয়া গোষ্ঠীর আবাসনের বিজ্ঞাপন গণশক্তি”তে থাকাটা নজর কাড়ছে। ঐ গোষ্ঠীর বহু বিজ্ঞাপন সাম্প্রতিক অতীতে অন্য কাগজ পেলেও সেভাবে পুরনো বন্ধু গণশক্তি পায় নি। তবে এই বিজ্ঞাপন ফিরে আসার প্রবণতা শুরু হলে পার্টির মুখপত্রের অর্থসঙ্কট কমবে বলেই সিপিএমমহলের ধারণা।

আরও পড়ুন-রাজীব কোথায়? দেহরক্ষীর ফোনও সুইচড অফ!