Breaking:পুজোর আগেই মুখ্যসচিব হতে চলেছেন আলাপন?

0
3

রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হতে চলেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়? সেই সম্ভাবনা প্রবল। 30 সেপ্টেম্বর অবসর নিচ্ছেন মুখ্যসচিব মলয় দে। তাঁর স্থলাভিষেকের প্রশ্নে তিনটি নাম আছে। কিন্তু এঁদের মধ্যে মুখ্যমন্ত্রীর আস্থার প্রশ্নে আলাপনবাবুই এগিয়ে। নবান্নের শীর্ষমহলে এখন এ নিয়ে চাপা আলোচনা চরমে।