রক্ষাকবচ গিয়েছে, এবার রাজীব কুমার সম্ভবত ‘চেয়ার’-ও হারাতে চলেছেন। এই মুহূর্তে রাজীব কুমার রাজ্য পুলিশের ADG-CID পদে আছেন। নবান্ন সূত্রের খবর, শুক্রবারের হাইকোর্টের রায় নিয়ে প্রশাসনের শীর্ষমহলে বিস্তারিত আলোচনা হয়েছে। আদালত বলেছে, তদন্তের স্বার্থে প্রয়োজনবোধে CBI নিজেদের হেফাজতে নিতে পারে। রাজ্যের পুলিশ প্রশাসনে কর্মরত এক শীর্ষকর্তা তথা রাজ্যের কার্যত গোয়েন্দাপ্রধানই যদি অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে তদন্তকারী সংস্থার হেফাজতে যান, তাহলে রাজ্য সরকার সম্পর্কেই ভুল বার্তা যাবে জনমানসে। নবান্ন-কর্তারা তাই যত দ্রুত সম্ভব রাজীব কুমারকে ওই পদ থেকে সরাতে চান। নবান্নসূত্রের খবর, এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে নিজেদের এই অভিমতও জানিয়ে দিয়েছেন প্রশাসনিক কর্তারা।
আরও পড়ুন – কোথায় রাজীব কুমার? সাদা পোশাকে নজর সিবিআইয়ের





























































































































